বার্তা সংস্থা ইকনা: ইরাকের সুপ্রিম কাউন্সিলের প্রতিনিধি ‘হাবিব আল তাফরী’ বলেন: সুন্নি মুসলমানদের স্বেচ্ছাসৈনিক বাহিনীর দলে যোগ দেওয়ার মূল কারণ হচ্ছে ইরাক থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে নিধন করা।
ইরাকের আল ফুরাত টিভি চ্যানেলে এক সাক্ষাতকারে হাবিব আল তাফরী বলেন: এ পর্যন্ত আইএসআইএলের হাত থেকে ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটারের মধ্যে দিয়ালা, সালাহ উদ্দিন, আল আনবার এবং জারফুন নাসর শহর মুক্ত করা হয়েছে।
তিনি বলেন: স্বেচ্ছাসৈনিক বাহিনীর সাথে সুন্নি মুসলমানেরা যোগ দিয়ে তারা ঐক্যের ধারাবাহিকতাকে বজায় রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাগদাদের ৪৮ কিলোমিটার দুরে আর রেশাদ নামক অঞ্চলে সন্ত্রাসী নিধনের এক অপারেশনে স্বেচ্ছাসৈনিক বাহিনীর হাতে ৩০ সন্ত্রাস নিহত হয়েছে।
এছাড়াও গতকাল তিকরিত উত্তরাঞ্চলের শহর আল-জাওয়ারী’তে ইরাকী সৈন্য বাহিনীর হাতে ২০ সন্ত্রাসী নিহত হয়।
3336653