IQNA

কাবার পর্দায় জাতিসংঘ ধন্য + ছবি

23:51 - August 01, 2015
সংবাদ: 3337653
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সৌদি আরবের প্রতিনিধি পবিত্র কাবা ঘরের পর্দাকে জাতিসংঘে দান করেছেন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কাবা ঘরের পর্দাটি জাতিসংঘের এক হলে উন্মোচন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘে এর পূর্বেও পবিত্র কাবা ঘরের পর্দা অনুদান করা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘে এক অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধি আব্দুল্লাহ বিন ইয়াহিয়া আল মুয়াল্লেমী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে পবিত্র কাবা ঘরের পর্দা প্রতিস্থাপন করা হয়। এ পবিত্র পর্দাটি জাতিসংঘে একটি নতুন হলে প্রতিস্থাপন করা হয়েছে।
জাতিসংঘের সৌদি আরবের প্রতিনিধি আব্দুল্লাহ বিন ইয়াহিয়া আল মুয়াল্লেমী বলেন: জাতিসংঘে ১৯৮৩ সালে বাদশাহ ফুয়াদ পবিত্র কাবা ঘরের পর্দা হাদিয়া (উপহার) করেন।
কাবা ঘরের পূর্বাঞ্চলের কিছু স্থান এ পর্দার উপরে স্বর্ণ দারা আকা রয়েছে। বাবুল কাবা এবং হস্ত লিখিত কিছু আয়াত’ও এ পর্দায় রয়েছে।
জাতিসংঘের সৌদি আরবের প্রতিনিধি আরও বলেন: ২০১৪ সালে জাতিসংঘের সচিবলায় পুনর্নির্মাণের সময় বাবুল কাবার পর্দাটিকে মক্কার কাবার পর্দা নির্মাণের কারখানায় প্রেরণ করা হয় এবং আমরা এ পর্দাটিকে আগের রূপে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।
কাবা ঘরের পর্দা প্রতিস্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিবর্গ এবং জাতিসংঘের অন্তর্গত বেশ কিছু দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
পবিত্র কাবা ঘরের পর্দাটিকে জাতি সংঘের গুরুত্বপূর্ণ হলে প্রতিস্থাপন করতে পেরে আব্দুল্লাহ বিন ইয়াহিয়া আল মুয়াল্লেমী অত্যন্ত খুশি হয়েছেন।
3337355

captcha