বার্তা সংস্থা ইকনা: শুকী আলম নিজ বক্তৃতায় গুরুত্বারোপ করে বলেন: চরমপন্থি যায়নবাদীদের কর্মকাণ্ড মানব জাতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন সঙ্গে সঙ্গতিহীন।
যায়নবাদীদের নৃশংস পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপতার ব্যাপারেও তিনি সমালোচনা করেছেন। তিনি আরবি, ইসলামী এবং জাতিসংঘের নিকট নিরীহ ফিলিস্তিনি বাসীর ওপর ইহুদিবাদী ঔপনিবেশিকদের পাশবিক কর্মকাণ্ডের বাধা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন।
মিশরের গ্র্যান্ড মুফতি আরও বলেন: যায়নবাদীদের এ ধরণের কর্মকাণ্ডের ফলে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
বলাবাহুল্য, শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণাঞ্চলীয় ডুমা গ্রামের দুটি বাড়ীতে চরমপন্থি যায়নবাদী নাপাম ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়ী দুটিতে আগুন জ্বালিয়েছে। এ পাশবিক হামলার ফলে ১৮ মাসের ‘আলী সায়িদ দাওয়াবাশে’ নামের একটি শিশু নিহত হয়েছে এবং তার ৪ বছরের ভাই সহ পিতা ও মাতা আগুনে পুড়ে আহত হয়েছে।
3337687