IQNA

আইএসআইএলের হাতে মুসলমানেরাই নির্যাতিত হচ্ছে; আমেরিকান বিশেষজ্ঞ

22:43 - August 02, 2015
সংবাদ: 3338088
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার আলাবামা স্টেটের বার্মিংহাম ইসলামিক সেন্টারের সদস্য এবং তাফসিরের অধ্যাপক হুসাইন আব্দুল লতিফ এক বিবৃতিতে ঘোষণা করেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। অথচ তাদের হাতেই অধিকাংশ মুসলমানেরা নিহত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সামাজিক মিডিয়ায় আইএসআইএলের সন্ত্রাসীদের দক্ষ ব্যবহারের ফলে এ দলের নৃশংস অপরাধ থাকা সত্ত্বেও মার্কিন যুবকদের নিজেদের প্রতি আকৃষ্ট করছে এবং তাদেরকে সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে।
গবেষণায় দেখা গিয়েছে, মুসলমানদের রক্ষা, সিরিয়াদের প্রতিরোধ এবং একজন উত্তম মুসলমানের সাথে বিবাহের কথা বলে নিজেদের প্রতি যুবকদের আকৃষ্ট করছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
আমেরিকার আলাবামা স্টেটের বার্মিংহাম ইসলামিক সেন্টারের সদস্য এবং তাফসিরের অধ্যাপক হুসাইন আব্দুল লতিফ বলেন: মুসলমানেরাই আইএসআইএলের হামলার স্বীকার হচ্ছে।
তিনি বলেন: আইএসআইএলের হাতে মুসলমানেরাই বেশী হামলার স্বীকার হচ্ছে। তার বলে ইসলামের জন্য তারা যুদ্ধ করছে। কিন্তু মুসলমানদেরকেই তারা হত্যা করছে।
এ দলের অধিকাংশ যোদ্ধা বিদেশী। সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে ২০ হাজার বিদেশী যোদ্ধা রয়েছে। যারমধ্যে প্রায় ২০০ জন আমেরিকার অধিবাসী।
বিভিন্ন সাইট হ্যাক কারার মাধ্যমে তারা সাইবারস্পেসকে নিজেদের স্থান করে নিয়েছে। এ সন্ত্রাসী গোষ্ঠ মাত্র এক দিনে ৪ হাজার সাইট হ্যাক করেছে।
এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে দল ভারি করার জন্য মুসলমানদের প্রভাবিত করছে।
3337897
 

captcha