বার্তা সংস্থা ইকনা: টানা এক মাস ব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের শুরুতে ‘জামেয়াতুশ শাহিদ’ মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক বলেন: এ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এধরণের কোর্স অতি প্রয়োজন ছিল এবং তাদেরকে প্রভাবিত করেছে।
অতঃপর ভারতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের উপদেষ্টা অলেমী বলেন: পবিত্র কুরআনের সাথে পূর্ব থেকে আরও অধিক পরিচিতি হওয়ার প্রয়োজন রয়েছে এবং এ আসমানি গ্রন্থ হতে যত বেশী সম্ভব ততবেশী সুবিধা গ্রহণ করতে হবে।
বলাবাহুল্য, এ প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র ‘জামেয়াতুশ শাহিদ’ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত মাদ্রাসার শিক্ষক হুজ্জাতুল ইসলাম হায়দার মাহদী’র তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
3337575