IQNA

উর্দু ভাষায় ;

‘গৃহে কুরআন’ শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত

18:33 - August 03, 2015
সংবাদ: 3338538
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ‘কুরআন দার খানেহ’ (গৃহে কুরআন) শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ড উর্দু ভাষায় করাচিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগ প্রকাশিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : মাহদি মাহমুদিয়ান কর্তৃক রচিত ঐ গ্রন্থটিকে উর্দু ভাষায় রূপান্তরিত করেছেন ফারাহনাজ নাকাভি।

মূল গ্রন্থটি ৩০ খণ্ডের। এতে কুরআনের বিভিন্ন শব্দ ও আয়াতের অনুবাদ রয়েছে। কুরআন ভিত্তিক বিভিন্ন ইনস্টিটিউটের আবেদনের ভিত্তিতে করাচিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উর্দু ভাষায় অনুবাদ এবং গত রমজান মাসে প্রকাশিত হয়েছে গ্রন্থটি।

উল্লেখ্য, গ্রন্থটি অত্যন্ত শিক্ষণীয় এবং পাকিস্তানের বিভিন্ন কুরআন ভিত্তিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকর।# 3338214

সূত্র : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার যোগাযোগ বিভাগ

captcha