IQNA

তুরস্কে গ্রীষ্মকালীন কুরআন শিক্ষার আসর

17:15 - August 05, 2015
সংবাদ: 3339464
আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে তুরস্ক জুড়ে কুরআন শিক্ষার কোর্স অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এ কোর্সের দুই পর্ব শেষ হয়ে তৃতীয় পর্বে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে তুরস্কের বিভিন্ন শহরে কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের ব্যাপক স্বাগত জানিয়েছে সেদেশের জনগণ। জনগণে ব্যাপক আগ্রহের জন্য এ কোর্সের দুই পর্ব শেষ হয়ে নতুন করে তৃতীয় পর্ব শুরু হয়েছে।
এ পর্যন্ত গ্রীষ্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সে তুরস্কে ৩০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গ্রীষ্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত ছড়াও কুরআনের বিভিন্ন সূরা ও হাদিস মুখস্থ করছে এবং ইসলামি শিক্ষার সাথে পরিচিত হচ্ছে।
এছাড়াও এ প্রশিক্ষণ কোর্সের উপান্তে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিশু এবং নব যুবকরা অভিনব পদ্ধতিতে কুরআন শিখতে পরবে।
বলাবাহুল্য, তুরস্কে গ্রীষ্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্স ১৪ই জুনে শুরু হয়েছে এবং একাধারে ২২ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
3339085
 

captcha