বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠানের পাশাপাশি কুরআন মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে আলে ইয়াসিন অ্যাসোসিয়েশনে স্থানীয় সময় ১৭টা থেকে ২১টা পর্যন্ত অব্যাহত ছিল।
জামাত সহকারে মাগরিব ও এশার নামাজ, কুরআন মাহফিল এবং শোক মজলিশ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পুরুষদের জন্য কুরআন তেলাওয়াতের জন্য তারতিল ও তাফসির এবং নারীদের জন্য আনফাল সূরার রু-খানি, তাজবিদ এবং অনুবাদ আলোকে বিশেষ ক্লাস গ্রহণ করা হয়েছে।
বলাবাহুল্য, চলতি সপ্তাহে ১১ই আগস্ট তথা ২৫শে শাওয়ালে ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী।
3339916