IQNA

নতুন পন্থায় সৌদি আরবের বাজারে পবিত্র কুরআনের অবমাননা + ছবি

21:16 - August 09, 2015
সংবাদ: 3340683
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাজারে এমন পোশাক পাওয়া যাচ্ছে যাতে পবিত্র কুরআন শরিফের আয়াত লেখা রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ‘জেদ্দা’ শহরের ‘আল সুলাইমান’ মসজিদের ইমাম বেশ কিছু পোশাকের ছবি পোষ্ট করেছেন। তার পোষ্টকৃত ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু নাইটড্রেসে পবিত্র কুরআনের আয়াত লেখা রয়েছে। সৌদি আরবের বাজারের এধরণের বিশৃঙ্খলা এবং পবিত্র কুরআন অবমাননার জন্য তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।
আলে সৌদি নিজেদের পবিত্র কাবা ঘরের খাদেম হিসেবে দাবী করেন এবং অলে সৌদির অধিভুক্ত মুফতিগণ ধর্মীয় আহকাম বাস্তবায়নের জন্য সহিংসতা সৃষ্টি করতে কৃপণতা করেন না। অথচ কুরআন অবমাননার ব্যাপারে তার সম্পূর্ণ উদাসীন। সৌদি আরবে পবিত্র কুরআন অবমাননার ঘটনা এটাই প্রথম নয়। এর পূর্বেও এধরণের ঘটনা অনেক ঘটেছে। কিছুদিন পূর্বেও সৌদি আরবের রাজনৈতিক কারাগারের এক কর্মকর্তা পবিত্র কুরআনের অবমাননা করেছিল। এর প্রতিবাদে সৌদি জনগণ বিক্ষোভের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে।
এছাড়াও সৌদি সরকারী পরিচালনার সিস্টেম বিশেষ করে পুলিশ, তায়েফ সচিবালয় এবং ‘আমর বি মা’য়রুফ ওয়া নাহি আনেল মুনকার’ বোর্ড সম্প্রতি সৌদি আরবের তায়েফ শহরের ‘ইবনে সারুর’ মসজিদের নিকট একটি ড্রেন হতে পবিত্র কুরআনের বেশ কয়েকটি খণ্ড উদ্ধার করছে।
3340525

 

captcha