IQNA

পবিত্র কুরআনকে সমর্থন করল পাওলো কোয়েলহো + ছবি

17:00 - August 17, 2015
সংবাদ: 3345365
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো ফেজবুকে তার ব্যক্তিগত পৃষ্ঠায় মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন শরিফ এবং ইসলামকে সমর্থন করেছে।

বার্তা সংস্থা ইকনা: ব্রাজিলের এই লেখক ৯ম আগস্ট একটি মন্তব্য করে ছবি পোষ্ট করেছে। তার মন্তব্য তিনি লিখেছেন ‘যে সকল গ্রন্থ সমূহ পৃথিবীকে পরিবর্তন করেছে’ এবং এ লেখার পরে পবিত্র কুরআন শরিফের ছবি পোষ্ট করেছেন।
কোয়েলহোর পোস্টটি প্রতিক্রিয়ায় এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন: আজব!! হত্যা ও সহিংসতার উৎস এ গ্রন্থটি ...
এ মন্তব্যের উত্তর ব্রাজিলের এ লেখক লিখেছেন: না, এ কথা সত্য নয়। আমি নিজেই একজন খ্রিস্টান, আমরা শত শত বছর ধরে ধর্মের ওপর তলোয়ারের শক্তি চাপিয়ে দিয়েছি - বিশেষ করে ‘ক্রুসেডের যুদ্ধ’ (এর অর্থ শব্দকোষ দেখুন) ...  যাদুকর হওয়ার জন্য আমরা (খ্রিস্টানরা) নারীদের হত্যা করেছি। আমরা বিজ্ঞানকে রোধ করার চেষ্টা করেছি- উদাহরণস্বরূপ গ্যালিলিও ঘটনার মত। সুতরাং এটা জন্য ধর্ম দায়ী নয়। এ সকল কাজ যারা করছে মূলত তারাই দোষী এবং এ ধরণের কাজের মধ্যে তারা ধর্মে মান নষ্ট করছে।
বলাবাহুল্য, ব্রাজিলের বিখ্যাত লেখকদের মধ্যে অন্যতম পাওলো কোয়েলহো। তার লেখার জন্য তিনি সাহিত্য পুরস্কার পেয়েছেন।
3345023

captcha