বার্তা সংস্থা ইকনা: প্রায় তিন শতাব্দী যাবত সেলজুক সাম্রাজ্য অব্যাহত ছিল। ইস্তাম্বুলে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনীতে ইসলামী শিল্প এবং সূক্ষ্ম কুরআনের পাশাপাশী সেলজুক সাম্রাজ্যের যুগের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন হয়েছে।
উক্ত প্রদর্শনীতে তুরস্কের বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠান হতে সংগৃহীত ২৭৭টিরও অধিক প্রাচীন শিল্প মোট ১৪টি বিভাগে প্রদর্শীত হয়েছে।
এ প্রদর্শনীতে হস্ত লিখিত প্রাচীন গ্রন্থ সমূহ উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে মাসনাভী মাওলানা, ফুতুহাতে মাক্কিয়া এবং ফুসুসুল হাকাম অন্যতম।
উক্ত প্রদর্শনী ২৮শে জুলাই শুরু হয়েছে এবং একাধারে ৩০শে সেপ্টম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।