তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ৪০ লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সারা তুরস্ক ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স গতকাল শুক্রবার (২১শে আগস্ট) সমাপ্ত হয়েছে।
কোর্সে অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের বিভিন্ন সূরা মুখস্থ করার পাশাপাশি মহানবি (স.) এর জীবনী এবং ইসলাম ধর্মের মৌলিক বিষয়াদি সম্পর্কে পরিচিত লাভ করেছে।
কুরআন শিক্ষার্থীদের জন্য এ কোর্সের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচীও গৃহীত হয়েছে।
বলাবাহুল্য, গত ১৪ই জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্স ৩টি পৃথক পর্বে অনুষ্ঠিত হয়েছে।