IQNA

আমেরিকায় আসমানি গ্রন্থের প্রাচীন পাণ্ডুলিপির আলোকে বিশেষ প্রদর্শন

23:35 - August 23, 2015
সংবাদ: 3350576
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ‘পেনসিলভ্যানিয়া’ বিশ্ববিদ্যালয়ের যাদুঘরে আসমানি গ্রন্থের প্রাচীন পাণ্ডুলিপির সমন্বয়ে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। এ প্রদর্শনীতে ইরানে একখণ্ড অনন্য কুরআন শরিফ প্রদর্শন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ প্রদর্শনী ‘বিশ্বের পবিত্র গ্রন্থের অসাধারণ পাণ্ডুলিপি’ শিরোনামে আমেরিকার ‘পেনসিলভ্যানিয়া’ বিশ্ববিদ্যালয়ের যাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রদর্শনীতে পবিত্র গ্রন্থের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন হচ্ছে যা প্রাচীন সভ্যতা এবং শিল্পের সাথে পরিচয় করিয়ে দেয়।
‘পেনসিলভ্যানিয়া’ বিশ্ববিদ্যালয়ের যাদুঘরের পরিচালক জুলিয়ান গায়ক বলেছেন: বর্তমানে এ প্রদর্শনীতে পবিত্র গ্রন্থের প্রাচীন ১০ খণ্ড পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। এগুলো অতি মূল্যবান এবং অনন্য।
এ প্রদর্শনী যে সকল গ্রন্থ প্রদর্শন হয়েছে সেগুলো কয়েক শতাব্দী অতিবাহিত হওয়ার পরও এখনো ভালো রয়েছে। এর মধ্যে সেন্ট ম্যাথু ইঞ্জিল যা আমেরিকা মহাদেশের মধ্যে সর্বপ্রথম হস্তলিখিত ইঞ্জিল হিসেবে প্রসিদ্ধ, ১৫৯৯ সালে ১২ ভাষায় জার্মানে লিখিত নিউ টেস্টামেন্ট গ্রন্থ এবং ৩৫০০ বছর প্রাচীন মৃত্তিকা দ্বারা লিখিত হযরত নূহ (আ.)এর তুফানের কাহিনী লেখা রয়েছে।
এছাড়াও এ প্রদর্শনীতে ইরানে ১১৬৪ সালে লিখিত পবিত্র কুরআনের অনন্য এবং অতি মূল্যবান দুটি পৃষ্ঠা প্রদর্শন করা হয়েছে।
এ প্রদর্শনীর উপান্তে পোপের উপস্থিত ২৬ ২৭ সেপ্টেম্বরে ‘ফ্যামিলিজ ওয়ার্ল্ড’ শিরোনামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনী ৭ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

3349672

captcha