IQNA

আগামী মঙ্গলবারে ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হবে

23:30 - August 30, 2015
সংবাদ: 3354279
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী মঙ্গলবার (১ম সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধির উপস্থিতিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধি জাওয়াদ সোলাইমানি বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে জানিয়েছেন, আজ সকালে (৩০শে আগস্ট) তিনি ইন্দোনেশিয়ার এয়ারপোর্ট থেকে একটি হোটেলে উঠেছেন।
তিনি বলেন: ‘প্রতিযোগিতার কর্তৃপক্ষ এ পর্যন্ত শুধুমাত্র প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচী ঘোষণা করেছে। তবে এখনও প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে কাউকে অবগত করেনি’।
ইরানের খোরাসানি রাজাভি প্রদেশের প্রসিদ্ধ ক্বারি জাওয়াদ সোলাইমানি দেশটির জাতীয় কুরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন। পঞ্চম স্থানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন হয়েছেন।
এছাড়াও ইরানে অনুষ্ঠিত ৩৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে ষষ্ঠ স্থানের অধিকারী হয়েছেন তেহরানের মাহমুদ নৌরুজি। ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে ইরানের প্রতিনিধি হিসেবে মাহমুদ নৌরুজি অংশগ্রহণ করবেন।
মাহমুদ নৌরুজি গত বছর তিউনিসিয়ায় হেফজ ও তেলাওয়াত বিভাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থানের অধিকারী হয়েছে।
3354112

captcha