IQNA

মদিনায় ৫০০ বছরের প্রাচীন ও ক্ষুদ্র কুরআন শরিফ প্রদর্শন

23:54 - August 30, 2015
সংবাদ: 3354286
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ৬ সেপ্টেম্বর কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীতে ৫০০ বছরের একখণ্ড ক্ষুদ্র কুরআন শরিফ প্রদর্শন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ প্রদর্শনীতে উক্ত ফাউন্ডেশনের অন্তর্গত ৫০০ বছরের প্রাচীন একখণ্ড ক্ষুদ্র কুরআন শরিফ প্রদর্শন করা হবে।
এছাড়াও এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ হতে সংগৃহীত অনন্য এবং প্রাচীন কুরআন শরিফও দর্শনার্থীর প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে এবং ইসলামী যুগের হস্তলিখিত কুরআন শরিফ সহ পাতায়, পাথরে এবং হাড়ের উপর লেখা পবিত্র কুরআনের আয়াত এবং হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস প্রদর্শন করা হবে।
সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরিতে রক্ষিত প্রাচীন ও হস্তলিখিত কুরআন এবং মসজিদুল হারামে রক্ষিত হস্তলিখিত কুরআন শরিফের চিত্রও এ প্রদর্শনীতে প্রদর্শন করা হবে।
3353938
 

captcha