আমার পালকর্তার সরল ও সত্য প্রতিশ্রুত দিয়েছিলেন আমি তা দেখতে পেয়েছি।
বদরের যুদ্ধে যে সকল মুশরিকরা মারা গিয়েছিল রাসূল(সা.) তাদেরকে উদ্দেশ্য করে বললেন: আল্লাহ কাফিরদের জন্য যে শান্তি ও আজাব দেয়ার কথা বলেছিলেন তা কি তোমরা উপলব্ধি করছ? আমি কিন্তু আল্লাহর সকল প্রতিশ্রুতিকে সত্য হিসাবে পেয়েছি।
রাসূল(সা.) তাদেরকে তিরস্কার ও কটাক্ষ করে বললেন: بئس القوم کنتم لنبیّکم کذّبتمونی و صدّقنی النّاس و اخرجتمونی و آوانی النّاس و قاتلتمونی و نصرنی النّاس."
তোমরা অতি খারাপ গোত্র ছিলেন, তোমরা আমার প্রতি ঈমান আন নি, অঅমাকে মিত্যাবাদি বলেছ, আমাকে আমার জন্মভূমি থেকে বিতাড়িত করেছ। মদিনাবাসী আমাকে আশ্রয় দিয়ে আমার প্রতি ঈমান এনে আমার সাহয্য করেছে। অথচ তোমরা আমাকে অস্বীকার করে আমার সাতে যুদ্ধে লিপ্ত হয়েছ।
মুশরিকদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে: "وَمَنْ یُشْرِکْ بِاللَّهِ فَکَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّیْرُ أَوْ تَهْوِی بِهِ الرِّیحُ فِی مَکَانٍ سَحِیقٍ."
আল্লাহর প্রতি সত্যনিষ্ঠ (মিথ্যা পরিহারকারী) হয়ে এবং তাঁর সঙ্গে অংশী না করে; এবং যে কেউ আল্লাহর সাথে অংশী করে সে যেন আকাশ থেকে পতিত হল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা দমকা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গিয়ে বহু দূরে নিক্ষেপ করল।
পবিত্র কোরআনে মু’মিনদেরকে জীবন্ত আর কাফির ও মুশরিকদেরকে মৃত বলঅ হয়েছে: "لِیُنذِرَ مَن کَانَ حَیًّا وَیَحِقَّ الْقَوْلُ عَلَى الْکَافِرِینَ."
যার দ্বারা যারা জীবিত তাদের সতর্ক করা যায় এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে (দলিল প্রতিষ্ঠিত ও শাস্তির) বাণী অবধারিত হয়।
পবিত্র কোরআনে আরও বলা হয়েছে: : "إِنَّ اللَّهَ یُسْمِعُ مَن یَشَاءُ وَمَا أَنتَ بِمُسْمِعٍ مَّن فِی الْقُبُورِ."
এবং অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, এবং অন্ধকার ও আলোও (সমান) নয়, আর ছায়া ও রৌদ্রও (সমান) নয়, এবং জীবিত ও মৃতও সমান হতে পারে না। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা (নিজ বাণী) শ্রবণ করান; তুমি তাকে শোনাতে পার না যে কবরে (শায়িত) রয়েছে। তুমি তো কেবল সতর্ককারী মাত্র।
সূত্র : শাবিস্তান বার্তা সংস্থা