গত এক সপ্তাহ ধরে ইরানে মুহাম্মাদ রাসূলুল্লাহ(সা.) ছায়াছবি প্রদর্শিত হচ্ছে। এদিকে ওহাবিরা এই ফ্লিম নিয়েসমালোচনা শুরু করেছে। তারা দাবি করছে যে, এই ছবিতে মহানবীর চোহারা দেখানো হয়েছে বিধায় তা হারাম। কিন্তু ওহাবি ও তাকফিরিদের এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। বরং এই ছায়াছবিতে রাসূল(সা.)-এর যে দয়ালু এবং রহমানী চেহারা তুলে ধরা হয়েছে তা থেকে তারা আতঙ্কগ্রস্ত হয়েছে।
মুহাম্মদ(সা.) ছায়াছবির খ্যাতিমান পরিচালক মাজি মাজিদি বলেন: এই ছবিতে কোরআন, হাদিস এবং সঠিক ইতিহাসের ভিত্তিতে মহানবীর(সা.) সঠিক চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। যে বিষয়টি ইসলঅম সম্পর্কে পশ্চিমাদের ভ্যান্ত ধারনার অপনোদন করবে এবং মুসলশানদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। যার জন্য সন্ত্রাসবাদী ওহাবি এবং তাকফিরিরা আতঙ্কগ্রস্ত হয়েছে। কেননা তারা অমান্তি ও বিশৃঙ্খলা চায় শান্তি ও সুশৃঙ্খলা চায় না।
তিনি বরেণ: ওহাবিরা রাসূলের(সা.) চাচা হযরত আবু তালিবকে কাফির হিসাবে দেখাতে চায় এবং বলে যে তিনি কাফের অবস্থায় মৃত্যু বরণ করেছেন। অথচ এই ছবিতে সহিহ হাদিস এবং সঠিক ইতিহাস থেকে প্রমাণ করা হয়েচে যে হযরত অঅবু তালিব ছিলেন একজন একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ইসলাম ও মহানবীকে(ষা.) রক্ষা করার জন্য তিনি সব কিছু উতসর্গ করেছিলেন।
সূত্র: শাবিস্তান বার্তা সংস্থা