বার্তা সংস্থা ইকনা: মিশরের রাজধানী কায়রোর দারুস সালাম অঞ্চলের তদন্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ মুসলেহ জানিয়েছেন: বিকৃতি কুরআন প্রিন্টের অভিযোগে এই প্রেস মালিককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অধিক তদন্ত করার জন্য এটর্নি জেনারেলে হস্তান্তর করা হয়েছে।
এ প্রেস থেকে বিবৃত কুরআন মিশরের বিভিন্ন গ্রন্থের দোকানে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে মিশরের রাজধানী কায়রোর দারুস সালামের গবেষণা পুলিশ বিভাগের প্রধান আহমদ ইব্রাহিম প্রাথমিক তদন্ত করার পর প্রেস মালিককে গ্রেফতার করা হয়েছে।
বিকৃত কুরআন (পবিত্র কুরআনের দুই পৃষ্ঠা বাদ দিয়ে) প্রিন্ট করার অভিযোগে প্রেস মালিককে গ্রেফতার করার সময় অনেক বিকৃত কুরআন’ও জব্দ করেছে পুলিশ।
3360103