বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ইস্তাম্বুল শহরে ‘বাগজি লার’ নামক অঞ্চলের ‘ইমাম আলী (আ.)’ নামক শিয়া মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারার প্রতিবাদে ৭ম সেপ্টেম্বরে শিয়া মুসলমানরা বিক্ষোভ করেছে।
মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারার প্রতিবাদে ইস্তাম্বুলের শিয়া মুসলমানেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে।
তুরস্ক ধর্মীয় রাজনীতির ফলে শিয়া মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারা হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।
বলাবাহুল্য, তুরস্কের ধর্ম মন্ত্রণালয় দীর্ঘ দিন যাবত ইমাম আলী (আ.) মসজিদের নেতৃত্ব গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কিছুদিন পূর্বে বাগজি লার’র মুফতি ইমাম আলী (আ.) মসজিদের খতিবকে বলেছে, তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের স্ক্রল নীতির সাথে তাল মিলিয়ে চল অথবা ইরানে চলে যাও।
3360798