বার্তা সংস্থা ইকনা: ভারতের রাজস্থান প্রদেশের গভর্নর এ রাজ্যের সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে, চলতি বছরে পবিত্র ঈদ-উল-আযহার দিনে যেন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে। প্রাদেশিক গভর্নরের এ সিদ্ধান্তের জন্য রাজস্থানের মুসলমানেরা অসন্তুষ্ট প্রকাশ করেছে।
মুসলমানেরা প্রাদেশিক গভর্নরের এ সিদ্ধান্তের প্রতিবাদ করলে গভর্নর জানিয়েছে, শুধুমাত্র ঈদের দিনে মুসলিম শিক্ষকরা ছুটি কাটাতে পারবে।
মুসলমানেরা গভর্নরের এ সিদ্ধান্তকে সংবিধানের পরিপন্থী হিসেবে গণ্য করছে এবং তারা জানিয়েছে এ ব্যাপারে আদালতে অভিযোগ করবে।
মুসলমানেরা গভর্নরের এ সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন, প্রাদেশিক গভর্নর হিন্দুদের সন্তুষ্টি করার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভারতের হিন্দুদের ওপর এ ধরণে সহিংসতা প্রায়ই পরিলক্ষিত হয়। কিছুদিন পূর্বে দেশটির বেশ কিছু রাজ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বর্তমানে ভারতে মোট জনসংখ্যা ১১০ কোটি এবং এর মধ্যে ১৮ কোটি জনগণই মুসলমান। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।
3363102