বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি নিরীহ জনতার উপর পাশবিক হামলা প্রতিবাদে ইহুদিবাদি ইসরাইলকে তীব্র নিন্দা জানিয়ে আফগানিস্তানেরা ‘নাজম’ নামক যুব সংগঠনের পক্ষ থেকে ১৮ই সেপ্টেম্বর জুময়ার নামাজের পরে ‘লাব্বাইক ইয়া আকসা’ শিরোনামে বিক্ষোভ মিছিলের প্রদর্শন হয়েছে।
যুব সংগঠনের ‘নাজম’র নেতৃত্ব সদস্য হামজা মুমিন বলেন: এ প্রতিবাদ মিছিলের মূল উদ্দেশ্য মসজিদুল আকসা রক্ষার্থে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মত আফগানিস্তানের জনগণও একাত্মতা প্রকাশ করা।
সম্প্রতি ইসরাইলি সেনারা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় হামলা চালিয়েছে। আর আফগানি জনতারা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইসরাইলকে মুসলমানদের শত্রু হিসেবে অবিহিত করেছে। এ প্রতিবাদ মিছিলে ‘আমাদের রক্ত দিয়ে পবিত্র স্থান সমূহ রক্ষা করব’, ‘ইসরাইল নিপাত যাক’ এবং ‘ইনশাআল্লাহ অতি শীঘ্রই ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে’ শ্লোগানের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সমর্থন করেছে।
3364891