বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশটিতে ২৪ থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অন্যান্য দেশের মুসলমানদের মত পাকিস্তানের মুসলমানেরাও আরাফার দোয়া, ঈদের নামাজ আদায় এবং ভেড়া, ছাগল, গরু ও উট জবাই সহ অন্যান্য উৎসব অনুষ্ঠান পালন করে।
মুসলমানদের সবচেয়ে খুশির দিনের মধ্যে পবিত্র ঈদ-উল-আযহা অন্যতম। মুসলমানেরা এই দিনে হযরত ইব্রাহীম (আ.) ও তাঁর সন্তান হযরত ইসমাইল (আ.)এর স্মরণে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করে থাকে।
বলাবাহুল্য, বিগত বছরগুলোই পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাকিস্তানে সরকারী ছুটি ৩ দিন অথবা ৪ দিন ঘোষণা করা হয়েছে।
3365172