বার্তা সংস্থা ইকনা: গত বৃহস্পতিবার সকালে মিনাতে পদদলিত হয়ে প্রায় সাড়ে তিন হাজার হাজি প্রাণ হারিয়েছেন; যা অত্যন্ত দু:খজনক এবং সৌদি আরবের জন্য অতি লজ্জাজনক। কেননা সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা কারণে এমন দুর্যোগ সৃষ্টি হয়েছে।
এ দুর্ঘটনার ফলে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় সাড়ে তিন হাজারের অধিক হাজি প্রাণ হারিয়েছেন। মিনায় দুর্ঘটনার ফলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ও চলতি বছরে মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম স্থানের অধিকারী ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শাহাদাত বরণ করেছেন।
বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে পবিত্র কুরআনের অধ্যাপক ও ‘মুহসেন হাজি হাসানি কারগারে’র সম্মানিত ভাই মুস্তাফা হাজি হাসানি কারগার ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র কোরআনের ক্বারি প্রতিনিধি দলের প্রধান আতহারি ফারদ’ও ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বলাবাহুল্য, সৌদি আরবের অব্যবস্থাপনার ফলে মিনা’য় সাড়ে তিন হাজারের অধিক হাজি প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ইরানি নিহত হাজির সংখ্যা ১৩১ জনে পৌঁছেছে এবং ১১৯ জনকে সনাক্ত করা হয়েছে। হজ ও জিয়ারত সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বার্তা সংস্থা ইকনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শাহাদাত সহ যে সকল হাজি সৌদি আরবে নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের সদস্য সহ বিশ্বের সকল মুসলমানদের সমবেদনা জ্ঞাপন করছে।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় খ্যাতিসম্পন্ন ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’ সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত
3369395