IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

সৌদি - আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের বিজয় নিশ্চিত

23:11 - October 09, 2015
সংবাদ: 3383368
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গুরুত্বারোপ করে বলেছেন: সৌদি - আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেন বিজয়ী হবে এবং ইয়েমেনের জনগণ স্বাধীন হবে এবং দাসত্বের যুগ থেকে মুক্তি পাবে।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইয়েমেনে সৌদি - আমেরিকার জন্য ‘বিপর্যয়কর ও ঐতিহাসিক’ পরাজয় অপেক্ষ করছে। তিনি বলেছেন, ইয়েমেনকে নিজের করদরাজ্য করার জন্য দেশটিতে হামলা চালিয়েছে সৌদি আরব। কিন্তু ইয়েমেনের জনগণ অচিরেই এ যুদ্ধে বিজয় লাভ করবে।
সাইয়্যেদ নাসরুল্লাহ আজ (শুক্রবার) ইরানের আরবি স্যাটেলাইট চ্যানেল আল-আহওয়াজ’কে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, প্রতিবেশী কোনো দেশে জনপ্রিয় একটি সরকার গঠিত হোক তা সৌদি আরব চায় না। কারণ, তা দেখে সৌদি জনগণ তাদের দেশেও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন জোরদার করতে পারে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, রিয়াদ ইয়েমেনকে ‘বিধ্বস্ত জনপদে’ পরিণত করতে চায়। এ কাজে সৌদি আরবের লক্ষ্য ইয়েমেনের জনগণের ঐক্য ও দেশটির উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করা। রিয়াদ চায়, ইয়েমেন সৌদি আরবের কাছে নতজানু ও সাহায্যপ্রার্থী হয়ে কোনোমতে টিকে থাকুক।
কিন্তু ইয়েমেনের জনগণ তা হতে দেবে না বলে মন্তব্য করেন লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনের এ নেতা। তিনি বলেন, ইয়েমেনের জনগণের বিজয় নিকটবর্তী এবং তারা আর কখনো সৌদিদের দাসত্ব মেনে নেবে না।
3383215

captcha