IQNA

মিনায় শহীদদের স্মরণে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার বিশেষ অলোচনা অনুষ্ঠান

23:49 - October 09, 2015
সংবাদ: 3383375
আন্তর্জাতিক ডেস্ক: মিনায় শহীদদের স্মরণে এবং তাদের পরিবারবর্গদের সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্য ৯ম অক্টোবর ভিয়েনা ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার বিশেষ অলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ এশার নামাজের পর মিনায় শহীদদের স্মরণে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিতগণ মিনায় নিহত হাজিদের পরিবারবর্গদের প্রতি সমবেদনার জ্ঞাপন করেছেন।
ভিয়েনায় ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার অস্ট্রিয়া’র একটি সক্রিয় কেন্দ্র। এ সেন্টারের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কার্যক্রমের মধ্যে অস্ট্রিয়ায় বসবাসকৃত মুসলমানদের সেবা প্রদান, ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা, সামাজিক ও সাংস্কৃতিক মূলক কার্যক্রম সহ ধর্মীয় অন্যান্য সেবামুলক কাজ করে থাকে।
3382714

captcha