বার্তা সংস্থা ইকনা: মুসা মুয়তামেদি ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পর্যায় সফল ভাবে অতিক্রম করার পর ১১ই অক্টোবর অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ে অন্যান্য প্রতিযোগীকে পিছনে ফেলে শীর্ষ স্থানের অধিকারী হয়েছে।
রাশিয়ায় ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন পর্যায়ক্রমে ইয়েমেন ও তানজানিয়ার প্রতিনিধিরা।
১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার মুফতি পরিষদের সভাপতি ‘রাভিল এইনুদ্দিনে’র বক্তৃতা পেশ করেন। তার বক্তৃতার পর উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের পর্যায়ক্রমে ১০ হাজার ডলার, ৭ হাজার ডলার এবং ৩ হাজার ডলার অনুদান করা হয়।
১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমানপী অনুষ্ঠানে ৬০০০ অধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, :উক্ত প্রতিযোগিতার প্রথম পর্ব ৯ ও ১০ম অক্টোবর ৪৪টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মস্কোর ‘ক্রস সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসকল প্রতিনিধিদের মধ্যে ৬ জন প্রতিনিধিকে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত এ ছয় প্রতিনিধির মধ্যে ইরানের মুসা মুয়তামেদি প্রথম স্থানের অধিকারী হন।
এ প্রতিযোগিতার বিচারক মণ্ডলীদের মধ্যে রাশিয়া, ব্রুনাই, মিশর ও ইয়েমেনের বিচারকগণ উপস্থিত ছিলেন।
মুসা মুয়তামেদি ইরানের পবিত্র নগরী কোমে ১৯৮৯ সালে জন্ম গ্রহণ করেন। ২০১৩ সালে ইরানের ৩৬তম জাতীয় কুরআন
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের অধিকারী অর্জন করেন