IQNA

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মস্কোয় শোক মজলিশ

23:49 - October 14, 2015
সংবাদ: 3385739
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মস্কোয় ইসলামিক সেন্টারে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সাথিদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মস্কো ইসলামিক সেন্টারে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
উক্ত শোক মজলিশ ১৫ই অক্টোবর স্থানীয় সময় ১৮টা থেকে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে মস্কো ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
শোক মজলিশে আহলে বাইতে (আ.) বিশেষ করে ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আমেরী এবং নওহা ও মর্সিয়া পরিবেশন করবেন মুহাম্মাদ বাকির মানসুরী।
3384910

captcha