বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.) এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে এবং মুহেব্বিনে আহলে বাইত (আ.) নামক আঞ্জুমান, সেদেশে বসবাসকৃত ইরানী শিক্ষার্থীদের আঞ্জুমান এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্কুলের সহযোগিতায় এ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিশ ১৪ই অক্টোবর থেকে টানা ১৩ দিন ব্যাপী একাধারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন স্থানীয় সময় ১৯:৩০টায় আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
মগরিব ও এশার নামাজ, ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা, নওহা ও মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
3385436