IQNA

জার্মানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে শোক মজলিশ + ছবি

23:52 - October 21, 2015
সংবাদ: 3391465
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জার্মানের হামবুর্গে ইমাম আলী (আ.) মসজিদে শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান জার্মানের শিয়া মুসলমান ও আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মুহাররম মাস উপলক্ষে ১০ দিন ব্যাপী উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি দিন এশার নামাজের পর কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে দোয়া পাঠ, বক্তৃতা, মর্সিয়া, নওহা ও মাতমের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। শোকানুষ্ঠান ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হুসাইনি আরাকী।
3391362
 

captcha