IQNA

মিশরে ‘আল হুসারী’ নামক কুরআনিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে

20:57 - October 27, 2015
সংবাদ: 3399592
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মিনা প্রদেশে ‘আল হুসারী’ নামক কুরআনিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের বিখ্যাত ক্বারি শেখ মাহমুদ খলীল হুসারী’র মেয়ে ইয়াসমিন আল হুসারী’র উপস্থিতিতে কুরআনিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ‘আল হুসারী’র ভিত্তি স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিশরের আল আজহারের শাখা ‘আল হুসারী’ কুরআনিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে মিশরের বিখ্যাত ক্বারি শেখ মাহমুদ খলীল হুসারী’র মেয়ে ইয়াসমিন আল হুসারী ছাড়াও মিশরের মুবাল্লিগ ওমর আব্দুল কাফী এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহমুদ আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।
3394869
 

captcha