IQNA

সুন্নি ও শিয়া কবিদের উপস্থিতিতে;

পাকিস্তানি টেলিভিশনে ‘আশুরার কবিতা’ নামে বিশেষ অনুষ্ঠান

23:55 - October 28, 2015
সংবাদ: 3408243
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় ATV চ্যানেলে ‘আশুরার কবিতা’ নামে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত টেলিভিশন অনুষ্ঠানে গিলগিট, বালতিস্তান, কোয়েটা, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির শিয়া ও সুন্নি মাজহাবের বিভিন্ন কবিগণ অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীরা আশুরার আলোকে নিজেদের লিখিত কবিতা পাঠ করেন।
কবিগণ এ অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.)এর শানে লিখিত কবিতা সমূহ পাঠ করেন। এ অনুষ্ঠান পবিত্র মুহররম মাসের ৯ ও ১০ তারিখের বিভিন্ন সময়ে ATV চ্যানেলে সম্প্রচার হয়েছে। ‘আশুরার কবিতা’ অনুষ্ঠানটি বিশ্বের লক্ষাধিক উর্দুভাষী দেখেছেন।
3402865

captcha