IQNA

সমস্যার গুরুত্বপূর্ণ অংশ আমেরিকা; সমাধানের নয়: সর্বোচ্চ নেতা

18:27 - November 01, 2015
সংবাদ: 3430351
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের সৃষ্ট সমস্যাগুলোতে আমেরিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু সমাধানের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই।

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও অংশ নেন।
ইরান তার মৌলিক নীতি পরিবর্তন করেছে-এমন অভিযোগ নাকচ করে সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের বিশ্লেষণ হচ্ছে পশ্চিমাদের প্রচারণার অংশ। ইরানের পররাষ্ট্রনীতির কারণে অন্ততপক্ষে আঞ্চলিক পর্যায়ে আমেরিকার মতো বলদর্পী শক্তির অপ্রতিরোধ্য দৌড় ঠেকানো গেছে যা ছিল অনেক বড় শক্ত বাধা। আর এ কারণেই বলদর্পী শক্তিগুলো ইরানের নীতি পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করে আসছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিশ্বের সব দেশের মতো ইরানও দীর্ঘ মেয়াদি স্বার্থ, নীতি-আদর্শ ও দেশীয় মূল্যবোধের ভিত্তিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সরকারের এই নীতি পরিবর্তন হবে না। সিরিয়া প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশটিতে নির্বাচন অনুষ্ঠানই হচ্ছে সমাধানের পথ। (রেডিও তেহরান)

3428231

 

captcha