IQNA

মরক্কোয় কুরআন হাফেজের সংখ্যা দশ লাখে পৌঁছেছে

23:14 - November 06, 2015
সংবাদ: 3444001
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর একাডেমিক কাউন্সিলের সদস্য আহমেদ আল ওমরানী জানিয়েছেন, সেদেশে কুরআন হাফেজের সংখ্যা দশ লাখে পৌঁছেছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী আইন বিশেষজ্ঞ এবং মরক্কোর একাডেমিক কাউন্সিলের কর্মকর্তা আহমেদ আল ওমরানী জানিয়েছেন, বর্তমানে মরক্কোয় কুরআন হাফেজের সংখ্যা ১১ লাখের অধিক।
তিনি বলেন: প্রতি বছর মরক্কোয় সহস্রাধিক অধিবাসী কুরআন হেফজ করছেন। কুরআন হেফজ করার জন্য নতুন পন্থা অবলম্বন করার ফলে মরক্কোর অধিবাসীরা কুরআন হেফজের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পবিত্র কুরআনের আলোকে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী আইন বিশেষজ্ঞ এবং মরক্কোর একাডেমিক কাউন্সিলের কর্মকর্তা আহমেদ আল ওমরানী এক বিবৃতিতে এ কথা জানান।
3442104
 

captcha