IQNA

আরবায়িনে যায়েরদের সেবা প্রদানের জন্য ইরাকে ব্যাপক প্রস্তুতি + ছবি

23:53 - November 07, 2015
সংবাদ: 3444465
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক জানিয়েছেন, আসন্ন আরবায়িন উপলক্ষে যায়েরদের সুবিধা প্রদানের জন্য ইরাকে ব্যাপক প্রস্তুতি চলছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক ‘আফজাল আল শামী জানিয়েছেন: প্রতি বছরের ন্যায় চলতি বছরেও আরবায়িনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক যায়েরদের নিরাপত্তা ও সেবা প্রদানের জন্য ইরাকে ব্যাপক প্রস্তুতি চলছে।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী জানিয়েছেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারে আসা যায়েরদের সুবিধার জন্য এবং তাদের নিকটে থাকা মোবাইল ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক্স জিনিশ আমানত গ্রহণের জন্য ছোট বড় কন্টেইনার বৃদ্ধি করা হয়েছে।
মাযারের মেকানিক্যাল বিভাগের প্রধান আহমেদ আল কায়বা বলেন: যায়েরদের নিকট থেকে আমানত নেওয়া জিনিষ পত্রের সুরক্ষার জন্য প্রতিটি স্থানে ক্যামেরা ফিট করা হবে। কাঠের তৈরি কিছু কন্টেইনারে মোবাইল ফোন জমা নেওয়া হবে এবং অন্যান্য কিছু কন্টেইনারে যায়েরদের অন্যান্য জিনিস আমানত নেওয়া হবে।
কায়বা আরও বলেন: মহিলাদের চেক করার জন্য কিছু চেকপোস্ট নির্মাণ করা হয়েছে।

বলাবাহুল্য, ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কারবালার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। যায়েরদের দিনে-রাতে সেবা প্রদানের জন্য ইরাকে স্বেচ্ছাসেবী ব্যক্তিরা নাজাফ - কারবালা রোডের পাশে তাঁবু লাগিয়েছে। এছাড়াও এ রোডে বহু সংখ্যক হোসাইনিয়া রয়েছে। আরবায়িনের সময় যায়েররা এ সকল স্থানে বিশ্রাম গ্রহণ করেন এবং স্বেচ্ছাসেবী ব্যক্তিরা দিনে-রাতে যায়েরদের বিভিন্ন রকম খাদ্য সহ অন্যান্য সেবা ফ্রিতে দিয়ে থাকেন।
3444363

captcha