IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগীর বয়স ৯

23:39 - November 08, 2015
সংবাদ: 3444922
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগীর হিসেবে অংশগ্রহণ করেছেন সোমালিয়ার ৯ বছরের শিশু ‘আবদুল সামাদ ইবনে ওমর মুহাম্মাদ’।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবে অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সোমালিয়ার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন সেদেশের ৯ বছরের শিশু ‘আবদুল সামাদ ইবনে ওমর মুহাম্মাদ’।
৯ বছরের এ শিশু সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে অংশগ্রহণ করার জন্য সৌদি আরবে অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত সূক্ষ্ম ভাবে পবিত্র কুরআন হেফজ করেছেন এবং তার শুদ্ধ উচ্চারণের ফলে অনেকেই আশ্চর্য হয়েছে।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পর্কে সোমালি প্রতিনিধি ‘আবদুল সামাদ ইবনে ওমর মুহাম্মাদ’ বলেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক যুবক একত্রিত হয়েছে এবং এ সুবাদে আমিও পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হয়েছি। নিকট থেকে মসজিদুল হারামে যিয়ারত করতে পেরে আমি অনেক আনন্দিত।
আবদুল সামাদ ইবনে ওমর মুহাম্মাদের কুরআনের শিক্ষক তার সাথে সৌদি আরবে গিয়েছেন। ৯ বছরের এ শিশু কুরআন হেফজ ধরে রাখার জন্য প্রতিদিন ১০ পারা কুরআন তেলাওয়াত করেন।
তিনি বলেন: সোমালিয়ায় এপর্যন্ত অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি প্রতিযোগিতায় তিনি উত্তীর্ণ হয়েছেন।
সৌদি আরবের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় পক্ষ থেকে এবং সেদেশের রাজার তত্ত্বাবধানে ৩৭তম আন্তর্জাতিক কুরআন হেফজ, তিলাওয়াত এবং তাফসীর প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল ৭ম নভেম্বর শুরু হয়েছে
৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের ৬৬টি দেশে থেকে ১২৪ ক্বারি ও হাফেজ সৌদি আরবে উপস্থিত হয়েছেন।
3444804
 

captcha