IQNA

শিক্ষার্থীদের কুরআনিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার আহ্বান জানালেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি

23:23 - November 10, 2015
সংবাদ: 3446877
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে অনুষ্ঠিতব্য ৩২তম জাতীয় কুরআনিক ফেস্টিভ্যাল আয়োজক কমিটির কর্মকর্তাগণ আজ (১০ই নভেম্বর) মঙ্গলবার হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজির সাথে সাক্ষাত করেন। এ সাক্ষাতকারে তিনি শিক্ষার্থীদের কুরআনিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন: ‘কুরআনিক উৎসব উদযাপনের মাধ্যমে শত্রুদের অনুপ্রবেশের পথ বন্ধ করা সম্ভব’।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি বলেছেন, কুরআনের শিক্ষা ও সংস্কৃতি যুবকদেরকে ইসলামের শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়।
এ সময় তিনি বলেন: আমাদের নিকট সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল কুরআন। আমাদের উসুলে দ্বীন তথা দ্বীনের মৌলিক ভিত্তি এবং ফুরুয়ে দ্বীন তথা দ্বীনের শাখা-প্রশাখা সব কিছুর উৎস হচ্ছে আল কুরআন। পবিত্র কোরআন এক মহাসাগর যার কোন শেষ নেই। কুরআনের আয়াতসমূহ নিয়ে আমরা যতই গবেষণা করি, ততই নতুন নতুন শিক্ষণীয় বিষয় বেরিয়ে আসে। তাই কুরআন চর্চা ও কুরআনের সংস্কৃতির বিস্তার সাধন আমাদের সমাজকে শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিরাপদ রাখবে।
বিশ্বখ্যাত এ মুফাসসিরে কুরআন আরও বলেন: বর্তমান সময়ে ইসলামের শত্রুরা মুসলিম যুবসমাজকে টার্গেট করেছে; তারা যুবকদের ঈমান ও আকিদাকে বিনষ্ট করতে নানামুখী চক্রান্তে লিপ্ত। এজন্য শত্রুদের এহেন আগ্রাসন মোকাবেলার উদ্দেশ্যে আমাদের উচিত কুরআনের শিক্ষা ও সংস্কৃতির বিস্তার সাধন করা।
3446549

captcha