বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি বলেছেন, কুরআনের শিক্ষা ও সংস্কৃতি যুবকদেরকে ইসলামের শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়।
এ সময় তিনি বলেন: আমাদের নিকট সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল কুরআন। আমাদের উসুলে দ্বীন তথা দ্বীনের মৌলিক ভিত্তি এবং ফুরুয়ে দ্বীন তথা দ্বীনের শাখা-প্রশাখা সব কিছুর উৎস হচ্ছে আল কুরআন। পবিত্র কোরআন এক মহাসাগর যার কোন শেষ নেই। কুরআনের আয়াতসমূহ নিয়ে আমরা যতই গবেষণা করি, ততই নতুন নতুন শিক্ষণীয় বিষয় বেরিয়ে আসে। তাই কুরআন চর্চা ও কুরআনের সংস্কৃতির বিস্তার সাধন আমাদের সমাজকে শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিরাপদ রাখবে।
বিশ্বখ্যাত এ মুফাসসিরে কুরআন আরও বলেন: বর্তমান সময়ে ইসলামের শত্রুরা মুসলিম যুবসমাজকে টার্গেট করেছে; তারা যুবকদের ঈমান ও আকিদাকে বিনষ্ট করতে নানামুখী চক্রান্তে লিপ্ত। এজন্য শত্রুদের এহেন আগ্রাসন মোকাবেলার উদ্দেশ্যে আমাদের উচিত কুরআনের শিক্ষা ও সংস্কৃতির বিস্তার সাধন করা।
3446549