IQNA

ইংল্যান্ডের মুসলিম সম্প্রদায়কে পবিত্র কুরআনের প্রাচীন সংস্করণ উপহার

23:56 - November 10, 2015
সংবাদ: 3446880
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের "নরউইচ" শহরের মুসলিম সম্প্রদায়কে প্রথম বিশ্বযুদ্ধের সমসময়ের অন্তর্গত পবিত্র কুরআনের একখণ্ড প্রাচীন সংস্করণ অনুদান করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রথম বিশ্বযুদ্ধের সময় পবিত্র কুরআনের এই প্রাচীন সংস্করণটি হুমকির সম্মুখীন ছিল তখন এক ব্রিটিশ সৈন্য কোরআনটিকে বর্তমানে যেখানে পাকিস্তান সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে ব্রিটেনের "নরফোক" শহরে নিয়ে যাওয়া হয়।
এখন ঐ ইংরেজের কন্যা পবিত্র কোরআনের পুরানো কপিটি ব্রিটেনের একটি মুসলিম দলকে প্রদান করেছে যাতে তারা তাদের যুব সমাজকে পবিত্র কুরআন ও ইসলামী শিক্ষা দিতে পারে।
"নরউইচ নরফোক" শহরের মুসলিম এসোসিয়েশনের সদস্য "মাসুদ কাদের"এই প্রসঙ্গে বলেন: এটা খুবই আকর্ষণীয় এবং আশ্চর্যজনক যে পবিত্র কুরআনের প্রাচীন  সংস্করণটি একজন অমুসলিম ১০০ বছর ধরে সংরক্ষিত করে রেখেছেন।
মাসুদ কাদের বলেন: এটা আমাদের জন্য একটি বাস্তব শিক্ষা হতে পারে যে আমরা এক অপরকে এবং একে অপরের ধর্মীয় পার্থক্যকে সম্মান করতে পারি।
তিনি বলেন: আমাদেরকে সর্বোপরি মানবতা মেনে চলতে হবে কেননা আমরা সবাই মানুষ।
3446341

captcha