বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এক বিবৃতিতে জানিয়েছেন: নিরীহ মানুষকে নৃশংস ভাবে হত্যা, বিশেষকরে নারী ও শিশুদের হত্যার বিষয়টি কোন ধর্মই সমর্থন করবে না।
চলতি সপ্তাহের প্রথম দিকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সাথে জড়িত জঙ্গি গ্রুপের সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হাজারা গোত্রের ৭ জন বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। এদের মধ্যে দুই নারী, এক শিশু এবং চার জন পুরুষ ছিল। গতকাল, সন্ত্রাসীরা এই ৭ জন নিরীহ শিয়া মুসলমানকে নৃশংস ভাবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে শিরোচ্ছেদ করেছে।
এই সাত ব্যক্তির মৃতদেহ গত রবিবার জাবুল প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঠিক বিচার করা হবে।
আফগানিস্তানের মোট জনসংখ্যার মধ্যে এক চতুর্থাংশ জনগণই হাজারা গোত্রের শিয়ারা। এসকল নিরীহ শিয়াদের ওপর বিগত কয়েক বছর যাবত বিভিন্ন পন্থায় পাশবিক আক্রমণ চালাচ্ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী।
3446558