আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়ার সব সক্ষমতা ও সম্ভাবনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। ইসলামি বিপ্লবের আগে মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহে ইরানের কোনো ভূমিকা ছিল না- উল্লেখ করে জেনারেল সালামি বলেন, বর্তমানে এই অঞ্চলের ঘটনাপ্রবাহে বৃহৎ শক্তিগুলোর জোটের সমান শক্তিমত্তা নিয়ে ভূমিকা রাখছে ইরান।
তিনি বলেন, শক্তিশালী মতাদর্শ ও জনগণের সমর্থন না থাকার কারণে বিশ্বের বড় বড় অনেক সাম্রাজ্যের পতন হয়েছে। কিন্তু জনসমর্থনে শক্তিশালী কোনো সরকারের কখনও পতন হয়নি। যেসব দেশের সরকার জনগণের স্বাধীনতা, সম্মান, উন্নতি, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে পেরেছে সেসব দেশ আন্তর্জাতিক অঙ্গনে শক্তিমত্তার সঙ্গে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে জেনারেল সালামি মন্তব্য করেন।
3452831