IQNA

স্পেনের মসজিদে আগুন; ইসলাম বিদ্বেষী তৎপরতার অভিযোগ

23:11 - November 16, 2015
সংবাদ: 3453430
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের ‘ডন বেনিতো’ শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা উদ্দেশ্যমূলক ভাবে আগুন দিয়ে মসজিদে অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার ফলে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষীদের কর্ম তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আর তারই সূত্র ধরে স্পেনের ‘ডন বেনিতো’ শহরের একটি মসজিদে ১৪ই নভেম্বর সকালে ইসলাম বিদ্বেষীরা হামলা করে মসজিদে আগুন লাগিয়েছে।
ডন বেনিতো শহরের মেয়র ‘জোসে লুইস কুইন্টানা’জানিয়েছে: প্যারিসে সন্ত্রাসী হামলার ফলে স্পেনের ইসলাম বিদ্বেষীরা মসজিদে এ হামলা চালিয়েছে।
স্পেন মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি মুহাম্মাদ কিতাবী বলেন: এ শহরে ৪০ হাজার জনগণের মধ্যে প্রায় ৫০০ মুসলমান একত্রিত হয়ে এবং শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করছে। যারা এই ঘৃণ্য কর্ম করেছে তারা তাদের উদ্দেশ্য নির্বাচন করতে ভুল করেছে।
মসজিদে আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মসজিদের প্রবেশ দার আগুনে পুড়ে গিয়েছে। তবে ভিতরে তেমন কোন ক্ষতি হয়নি।
3451695
 

captcha