বার্তা সংস্থা ইকনা: আমেরিকার মুসলিম পণ্ডিতদের একটি দল পবিত্র কুরআনকে গভীরভাবে বোঝার জন্য এবং কুরআনের জ্ঞান বিকশিত করার জন্য ইংরেজিতে পবিত্র কোরআনের একটি নতুন অনুবাদ ও তাফসীর প্রকাশ করেছেন।
মুসলিম পণ্ডিতদের এই দল বলেছেন, ইংরেজিতে পবিত্র কোরআনের একটি নতুন অনুবাদ ও তাফসীর প্রকাশ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে পবিত্র কুরআনকে গভীরভাবে বোঝা এবং তার জ্ঞান বিকশিত করা। এর নাম দেয়া হয়েছে The Study Quran।
এর মাধ্যমে ইংরেজি ভাষার মানুষরা পবিত্র কোরআনের ও দ্বীন ইসলামের গভীর শিক্ষা অর্জন করতে পারবে।
পবিত্র কোরআনের এই নতুন অনুবাদ ও তাফসীরটি ২০০০ পৃষ্ঠার এবং তা এই মাসের শেষ নাগাদ বাজারে প্রকাশিত হবে।
অধ্যাপক ড. হোসাইন নাসর বলেন: এই গ্রুপের সবাই মুসলমান হওয়াতে অনুবাদ এবং তাফসীরটি অতি সমৃদ্ধশালী এবং মূল্যবান হয়েছে।
জোসেফ লোমবারদ বলেন: এই অনুবাদটি পবিত্র কুরআন সম্পর্কে মানুষের সনাতন ধারণাকে পরিবর্তন করবে।
উল্লেখ্য, এই অনুবাদ এবং তাফসীরটি প্রকাশ করতে কয়েক বছর সময় লেগেছে।
3453781