IQNA

মালি প্রজাতন্ত্রে ১০টি নতুন মসজিদ উদ্বোধন

21:21 - November 19, 2015
সংবাদ: 3454605
আন্তর্জাতিক বিভাগ: কাতারের ‘রাফ’ নামক দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে মলি প্রজাতন্ত্রের বিভিন্ন অঞ্চলে ১০টি মসজিদ নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কাতারের শেখ সানি ইবনে আব্দুল্লাহ (রাফ) নামক ফাউন্ডেশনের পক্ষ থেক বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ করা হচ্ছে। আর বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মালি প্রজাতন্ত্রের ১০টি গ্রামে ১০টি মসজিদ নির্মাণ করা হয়েছে।
উক্ত মসজিদ সমূহ প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত এলাকায় ৪ লক্ষ ২০ হাজার কাতারি রিয়াল ব্যয়ে নির্মাণ করা হয়েছে। নির্মিত মসজিদের সাথে লাইব্রেরী, স্পীকার, শৌচাগার এবং ওযুখানা সহ প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে।
3454520

captcha