বার্তা সংস্থা ইকনা: মাহের আল হাজারী দীর্ঘ ১২ বছর কঠোর প্রচেষ্টার মাধ্যমে সিল্ক কাপড়ের উপর সুতা দিয়ে বুনে উক্ত কুরআন শরীফের পাণ্ডুলিপিটি লিখেছেন। এ মূল্যবান কুরআন শরীফের পাণ্ডুলিপিটি তুরস্কের যাদুঘরে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন: এ পর্যন্ত উক্ত কুরআন শরীফের পাণ্ডুলিপিটি লেবানন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং তুরস্কের ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে প্রদর্শন করা হয়েছে।
উক্ত কুরআন শরীফের পাণ্ডুলিপি সম্পন্নের ব্যাপারে তিনি বলেন: সিল্ক কাপড়ের উপর সুতা দিয়ে বুনে উক্ত কুরআন শরীফের পাণ্ডুলিপিটি লেখার কাজ ২০০০ সালে শুরু করি। এ কুরআন শরিফটি ৮০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৬০ সেন্টিমিটার প্রস্থ।
তিনি আরও বলেন: প্রদর্শনকালে উক্ত কুরআন শরিফটি ক্রয় করার জন্য অনেকেই আহ্বান জানিয়েছে এবং এ কুরআন শরিফটি ক্রয় করার জন্য এক ব্যক্তি ২৫ লাখ ডলার দিতে চেয়েছে।
3454023