বার্তা সংস্থা ইকনা: বুলগেরিয়ার নাগরিক "স্টিফেন তেওফানোভ" পবিত্র কোরআনের উপর গবেষণা ও বুলগেরিয়া ভাষায় পবিত্র অনুবাদ করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বুলগেরিয়ার সোফিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি শিক্ষা বিভাগের অধ্যাপক।
তিনি সোফিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি পবিত্র কোরআনের মর্যাদা এবং তাফসীরের উপর বক্তব্য রাখেন। তিনি এ পর্যন্ত বহু ইসলামী গ্রন্থ অনুবাদ করেছেন এবং পবিত্র কোরআনের তাফসীর শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেছেন।
প্রফেসর "স্টিফেন তেওফানোভ" অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ সেন্টার থেকে পিএইচ ডিগ্রি নিয়েছেন। আর দ্বিতীয় ডক্টরেট ডিগ্রিটি তিনি মস্কো ইস্ট স্টাডিজ ইন্সটিটিউট থেকে লাভ করেছেন।
তিনি বলেন: পবিত্র কোরআন অনুবাদের সময় আমি সঠিকভাবে পবিত্র কোরআনের বানী সম্পর্কে অবহিত হই এবং ইসলাম ধর্ম গ্রহণ করি।
প্রফেসর "স্টিফেন তেওফানোভ" বলেন: আমি প্রথম দিকে আরবি কবিতার অনুবাদ করতাম, পরে ইঞ্জিল নিয়েও অনেক গবেষণা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে কোরআনকেই সব থেকে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ মনে হয়েছে। আর এভাবেই আমি ইসলামধর্মকে বেছে নিয়েছি।
3455208