IQNA

ইরানের সর্বোচ্চ নেতাকে হস্তলিখিত প্রাচীন কুরআন উপহার দিলেন রুশ প্রেসিডেন্ট + ছবি

20:27 - November 23, 2015
সংবাদ: 3456295
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকে হস্তলিখিত প্রাচীন কুরআন উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার প্রতিনিধি দল আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি’র সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় তিনি সর্বোচ্চ নেতাকে বিশ্বের প্রাচীন কুরআন সমূহের মধ্যে একটি অনন্য কুরআন উপহার দেন।
একটি চমৎকার বাক্সে করে রাশিয়া থেকে বিশ্বের প্রাচীন কুরআন সমূহের মধ্যে একটি অনন্য কুরআন শরিফ সঙ্গে নিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট। প্রাচীন কুরআন শরীফটি সর্বোচ্চ নেতাকে উপহার দিলে সর্বোচ্চ নেতা মূল্যবান কুরআন শরিফটি পড়ে দেখেন এবং এ জন্য পুতিনকে ধন্যবাদ জানান।
পুতিন ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইরানে উপস্থিত হয়েছেন।
3456265

captcha