IQNA

আবুধাবি’র জামে মসজিদ পরিদর্শন করল জন কেরি + ছবি

23:08 - November 24, 2015
সংবাদ: 3456757
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা পররাষ্ট্র মন্ত্রী জন কেরি গতকাল রাতে (২৩শে নভেম্বর) আবুধাবির “শেখ জায়িদ” জামে মসজিদ পরিদর্শন করেছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল রাতে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রী জন কেরি আবুধাবির “শেখ জায়িদ” জামে মসজিদ পরিদর্শন করেছে। মসজিদ পরিদর্শনকালে তাকে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়িদ আলে নাহিয়ান।
শেখ জায়িদ জামে মসজিদের প্রাঙ্গণ ও ভিতরের বিভিন্ন স্থান পরিদর্শন করে মসজিদের স্থাপত্যের ইতিহাস ও নির্মাণ কর্মের সাথে পরিচিতি হন।
মসজিদ পরিদর্শন শেষে শেখ জায়িদ জামে মসজিদের অন্তর্ভুক্ত কেন্দ্র হতে প্রকাশিত ‘ফাজায়াতু মিনান নুর’ গ্রন্থটি জন কেরিকে উপহার দেওয়া হয়।
3456674

captcha