IQNA

দেশের সর্বকনিষ্ঠ কুরআনের হাফেজের দারুণ সাফল্য

23:36 - November 25, 2015
সংবাদ: 3457209
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের কুরআনের হাফেজ ‘আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস রজব’ সৌদি আরবের ‘জেদ্দা’ প্রদেশের সর্বকনিষ্ঠ হাফেজের খেতাবে ভূষিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ‘জেদ্দা’ প্রদেশের সর্বকনিষ্ঠ হাফেজের খেতাবে ভূষিত হয়েছেন দেশের ৯ বছরের হাফেজ ‘আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস রজব’। জেদ্দায় অনুষ্ঠিত কুরআন হেফজ প্রতিযোগিতার পরে তিনি এই খেতাবে ভূষিত হয়েছেন। ‘খাইরাকুম’ নামক কুরআন হেফজ আঞ্জুমানের পরীক্ষায় তিনি ৯৬ শতাংশ নম্বর পেতে সক্ষম হয়েছেন।
‘আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস রজব’ পিতা বলেন: জেদ্দার ‘আল নাজলাতুল শারকিয়া’ শহরের ‘আল রাজাহী’ মসজিদে কুরআন হেফজ করার জন্য দুই বছর পূর্বে আব্দুল্লাহকে পাঠায় এবং সুন্দর ভাবে আরবি ভাষা শেখার জন্য তাকে ‘মালিক ফয়সাল’ নামক প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি করায়।
তিনি বলেন: আব্দুল্লাহ যখন আরবি ভাষায় শিখলো তখন সে প্রতিদিন পবিত্র কুরআনের দুই পাতা করে হেফজ (মুখস্থ) করা শুরু করল। আর এরফলে সে অতি দ্রুত সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।
জেদ্দার গভর্নর ‘মিশাল বিন মাজেদ বিন আব্দুল আজিজ’ সৌদি আরবের ১০০০ জন কুরআন হাফেজের সম্মাননা প্রদর্শন করবে। আর এ সম্মাননা প্রদর্শনের মধ্যে বাংলাদেশের ৯ বছরের কুরআন হাফেজ ‘আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস রজবে’র নামও রয়েছে।
3456846

captcha