IQNA

পৃথিবীর দীর্ঘতম পতাকা কারবালায় প্রবেশ + ছবি

8:29 - November 26, 2015
সংবাদ: 3457220
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দিয়ালা প্রদেশের আজাদারী আঞ্জুমানের পক্ষ থেকে ২৩শে নভেম্বর ‘লাব্বাইক ইয়া হুসাইন’ লিখিত পৃথিবীর দীর্ঘতম পতাকা কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাযারে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ২০০০ মিটার লম্বা বিশিষ্ট ‘শোকার্ত পতাকা’ নামে প্রসিদ্ধ পতাকাটি  বিভিন্ন গোষ্ঠী তথা শিয়া, সুন্নি, আরব, কুর্দি ও তুর্কী সম্প্রদায়ের অনুসারীগণ বহন করেছে। এছাড়াও ধর্মীয় চিন্তাবিদগণ, শিক্ষাবিদগণ, আশায়েরের শেখগণ, নিরাপত্তা বাহিনী ও ইরাকের সাহসী স্বেচ্ছাসেবীগণ পতাকাটি বহনের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে।
আঞ্জুমানের তত্ত্বাবধায়ক আব্দুল জলিল আল-জোহায়েরী বলেছেন:  ‘লাব্বাইক ইয়া হুসাইন’ লিখিত ‘শোকার্ত পতাকা’ নামে প্রসিদ্ধ পৃথিবীর দীর্ঘতম পতাকা বহন করে আমরা অত্যন্ত গর্ববোধ করছি।
এছাড়াও দিয়ালা প্রদেশের স্থানীয় কাউন্সিল প্রধান মুহাম্মাদ জাওয়াদ আল হামাদানী বলেছেন: এই পতাকাটি ঐক্যের পতাকা। পতাকাটি বহন করার জন্য শিয়া, সুন্নি ও খ্রিস্টানরা সকলে একত্রিত হয়ে সহায়তা করেছে।
3456191

captcha