বার্তা সংস্থা ইকনা: অভিশপ্ত বংশধর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশরা এ পর্যন্ত অনেক বার সিরিয়ার দামেস্কে অবস্থিত হযরত যয়নাব (সা. আ.)এর পবিত্র মাযার ধ্বংস করার হুমকি দিয়েছে।
দামেস্কের ‘যায়নাবিয়া’ নামক অঞ্চলে হযরত ফাতিমা যাহরার (সা. আ.)এর কন্যা হযরত যয়নাব (সা. আ.)এর পবিত্র মাযার অবস্থিত। দায়েশের সদস্যরা এ মাযার ধ্বংস করে এই জায়গার নাম পরিবর্তন করে ইয়াজিদিয়া নামকরণ করতে চাচ্ছে।
তবে আহলে বাইত (আ.)এর অনুসারীগণের প্রতিরোধের কারণে তারা তাদের এই ধৃষ্টতামূলক স্বপ্নে পৌছাতে সক্ষম হয়নি।
3457422