IQNA

আজারবাইজানে ‘কারবালার সৌন্দর্য ও মহত্ত্ব’ শীর্ষক সেমিনার

18:43 - November 27, 2015
সংবাদ: 3457463
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন আরবাইন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে ‘কারবালার সৌন্দর্য ও মহত্ত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আসন্ন আরবাইন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে নারগিস নামক নারী জামিয়াত সংগঠনের পক্ষ থেকে সেদেশের নারী ও বেশ কয়েকটি ইসলামী দেশের নারীদের উপস্থিতিতে  ‘কারবালার সৌন্দর্য ও মহত্ত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে ইরান, তুরস্ক, লেবানন এবং জার্জিয়ার নারীগণ অংশগ্রহণ করেছেন এবং সকলে হুসাইনী আন্দোলনের ধারাবাহিকতায় সহায়তা করবে বলে জানিয়েছে।
‘কারবালার সৌন্দর্য ও মহত্ত্ব’ সেমিনার আয়োজক ‘সায়িদা সামাদ আভা’ কারবালার বিপ্লব ও কারবালায় হযরত যায়নাব (সা. আ.)এর ভূমিকার আলোকে বক্তৃতা পেশ করেন।
3456653

captcha